ত্রিদেশীয় সিরিজের শেষ ও নিজেদের নানা হিসাব-নিকাশের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। আয়ারল্যান্ডের ডাবলিনের ক্লোনটার্ফ থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, বিটিভি ও মাছরাঙা টেলিভিশন।
এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে দলে ঢুকেছেন ফিনিশিং অলরাউন্ডার নাসির হোসেন। তিনি সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন ২০১৬ সালের ১২ অক্টোবর।
দেশের মাটিতে নিউজিল্যান্ডকে একাধিকবার হারালেও বিদেশের মাটিতে কিউই বধ করতে পারেনি বাংলাদেশ। এছাড়া এ ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠে যাবে টাইগাররা। ফলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হবে তাদের। এ ম্যাচে টাইগাররা ইতিহাস গড়তে পারে কি না সেটাই দেখার বিষয়।
সিরিজের প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডকে হারানোয় রানার্স আপ বাংলাদেশ। তাই এটি হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার ম্যাচ। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে এ ম্যাচ জিতে দু’দলই আত্মবিশ্বাস ধরে রাখতে চাই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ডিএইচ