ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মাদক মামলায় ছাড় পেলেন আরিয়ান খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ , ০৭:৩১ পিএম


loading/img

বন্দিদশার ইতি টেনে বাড়ি ফিরলেও আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানকে। তিনি আর ১০ জনের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মুম্বাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) দপ্তরে হাজিরা দিতে গিয়ে তার অস্বস্তি আরও বেড়েছে। আর তাই মাদক মামলায় বিচারপতি নিতিন শাস্ত্রের দেওয়া জামিনের শর্তে পরিবর্তন চেয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরিয়ান খান। তার আবেদন গ্রহণ করেছেন মুম্বাই আদালত।

বিজ্ঞাপন

জানা যায়, এখন থেকে প্রতি শুক্রবার এনসিবির অফিসে গিয়ে হাজিরা দিতে হবে না আরিয়ানকে। তদন্তের স্বার্থেই কেবল ডেকে আনা যাবে তাকে। সেই ডাকের জন্য অন্তত ৭২ ঘণ্টা আগে নোটিশ পাঠাতে হবে।

আরিয়ানের মামলাটি ইতোমধ্যে মুম্বাই থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। সেখানেই হচ্ছে তদন্তের যাবতীয় কাজ। তাই প্রতি শুক্রবার মুম্বাইয়ের এনসিবি অফিসে যাওয়া শাহরুখপুত্রের পক্ষে কষ্টকর এবং অপ্রয়োজনীয় বটে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী একটি প্রমোদতরীতে পার্টি করার সময় আটক করা হয়েছিল আরিয়ান খানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দফায় দফায় তার জামিন আবেদন নাকচ হওয়ায় মুম্বাইয়ের আর্থার রোড জেলে সাধারণ কয়েদির মতো বন্দি থাকতে হয়েছিল কিং খানের পুত্রকে। সেখান থেকে বেরিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আরিয়ান। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে নিজের ছবি সরিয়ে নেন তিনি।

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |