ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

লংদুতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাবিতে পিসিপির বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০২ জুন ২০১৭ , ০৭:২২ পিএম


loading/img

রাঙামাটির লংগদুতে আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। শুক্রবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জ্ঞানজ্যোতি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুলভ চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অরুনকান্তি তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক নিশৈ মং মারমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা চাকমা, রুনি চাকমা, হলাচন্দ্র ত্রিপুরাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, পাহাড়ীদের ওপর পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। পার্বত্য চট্টগ্রামে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনারই সুষ্ঠু বিচার না হওয়ায় আজও পাহাড়িদের ঘরছাড়া হতে হচ্ছে, সাম্প্রদায়িক হামলার শিকার হতে হচ্ছে, ভূমি থেকে উচ্ছেদ হতে হচ্ছে।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, প্রশাসনের প্রত্যক্ষ মদদে ১৪৪ ধারা জারি থাকা অবস্থাতেই টিনটিলা, বাত্যেপাড়া, মানিকজোড়ছড়াসহ জুম্ম অধ্যুষিত গ্রামগুলোতে ঘর-বাড়িতে লুটপাট, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অবিলম্বে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তারা।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |