ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পিরিত হইলো ‘পিকনিক’, বিবাহ ‘রেগুলার রান্না’ : মারজুক রাসেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২ , ০২:১৪ পিএম


loading/img

কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল। তার ভক্তের সংখ্যা অগণিত। আর হওয়াটাই স্বাভাবিক। কারণ, অভিনয়-গান, কবিতা-তিনটি মাধ্যমেই সফল তিনি।

বিজ্ঞাপন

মারজুক রাসেলের যেকোনো ডায়ালগ লুফে নেন নেটাগরিকরা। এমনকি তার অনেক কবিতাও পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। তার প্রকাশিত কবিতার বই কিনতে পাঠকদের হিড়িক পড়ে গিয়েছিল।

সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব মারজুক রাসেল। বিভিন্ন সময় স্ট্যাটাস কিংবা ভিডিও পোস্ট করে নিজের উপস্থিতির জানান দেন তিনি। এই অভিনেতা কিছু পোস্ট দেওয়া মাত্রই নেটজনতা সেটির ওপর হুমড়ি খেয়ে পড়েন।

বিজ্ঞাপন

গেল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন মারজুক রাসেল। ৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়- হলুদ টি-শার্টের ওপর হুডি পরে আছেন তিনি। সঙ্গে সাদা কাপড়ে মোড়ানো মাথার ওপর তোয়ালে ঝুলিয়ে রেখেছেন!

ভিডিওতে মারজুক রাসেলকে বলতে শোনা যায়, 'পিরিত হইলো পিকনিক, বিবাহ হইলো রেগুলার রান্না’। ক্যাপশনেও তিনি একই কথা লিখেছেন।

বিজ্ঞাপন

এই অভিনেতার পোস্টে নেটাগরিকরা বিভিন্ন হাস্যকর মন্তব্য করেছেন। মারজুক রাসেলের সঙ্গে সুর মিলিয়ে হাবিব রুবেল লিখেছেন- গুরু এই রেগুলার রান্নাটাই কিন্তু বেটার। কাচ্চি, পান্তা আর শান্তা! তিনে মিলেমিশে এক প্যাকেজ।

মেহেদি হাসান লিখেছেন-পিকনিকের বদলে পিনিক হইলে ভালো হইতো।পিকনিক তো ত্যাল-ফ্যাল ছাড়া হয় না।

শুভ আহমেদ লিখেছেন- পিরিত হইলো পিকনিক, বিয়ে হইলো রেগুলার রান্না, এরপর করতে হবে কান্না।

হৃদয় লিখেছেন- আর পরকীয়া হলো রেস্টুরেন্টে খাওয়া।

অন্যদিকে লরিন জাহান লিখেছেন- পরকীয়া হইলো বৃষ্টির দিনের খিচুড়ি।

সামি জারিফ লিখেছেন- পিকনিক ভালো লাগে না, রেগুলার রান্না খাইতে মন চায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |