টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)–এর ২০২২–২৪ মেয়াদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাজু মুনতাসির।
ভোট গ্রহণের প্রায় ২৪ ঘণ্টা পর শেষ হয় গণনা। প্রধান দুটি পদের ফলাফলের খবরটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ।
গত শনিবার ১৯ মার্চ ছিল টেলিপ্যাবের ভোট। ওইদিন ভোটগ্রহণ শেষে রাতেই শুরু হয় ভোট গণনা। তবে ভোট গণনা শেষে রাতেই বিজয়ীদের নাম ঘোষণা করার কথা থাকলেও রোববার ২০ মার্চ সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়।
২২৮ জন ভোটার ভোট দেন এবারের নির্বাচনে। দুটি প্যানেল থেকে ২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। মোট ভোটার ছিলেন ২৩৯ জন।