ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

তিশার নামে ভুয়া পেজে মনের মাধুরী মেশানো স্ট্যাটাস!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ০৮:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘ এক যুগ ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা। সেই হাসির সঙ্গে তাদের ঘর আলোকিত করে গত ৫ জানুয়ারি রাত ৮টা ২৭ মিনিটে কন্যা সন্তানের মা হন তিশা ও বাবা হয়েছেন ফারুকী।

বিজ্ঞাপন

এদিকে ২০ এপ্রিল ভোররাতে তিশার নামে খোলা ভুয়া পেজে ফারুকীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে ক্যাপশনে এক বিরাট স্ট্যাটাস দেওয়া হয়েছে। পাঠকের জন্য তা হুবহু প্রকাশ করা হলো।

তিশা লেখেন, ‘একজন সুন্দর পুরুষের থেকে, জীবনে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়। কারণ, এই মানুষটা জানে কীভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয়! কীভাবে অন্য পাশের মানুষটাকে সম্মান দিয়ে হয়, অন্য পাশের মানুষটা দেখতে যেমনই হোক না কেন কালো, খাটো, নাক বোঁচা? এই নিয়ে কখনও চোখে চোখ রেখে প্রশ্ন করবে না অন্তত!

বিজ্ঞাপন

কারণ, তারা জানে সৌন্দর্য সারাজীবন থাকে না মানুষের! তারা প্রিয় মানুষটার মনটাকে ভালোবাসে সবসময় তার মায়াতে আচ্ছন্ন হয়ে। একটা মেয়ে যখন পরিবার বন্ধুবান্ধব সব রেখে চলে যায় নতুন এক পরিবেশে। তখন সে ভেতরে ভেতরে খুব একাকিত্ব অনুভব করে কাউকে কিছু বলতে পারে না!ঠিক তখন যদি প্রিয় মানুষটা মানসিক শান্তি কারণ হয়ে দাঁড়ায় সাপোর্ট দেয় তখন মনে হয় কষ্ট বলতে কিছু নেই দিন শেষে।

একটা সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ মানুষ বেশি দামি। কারণ টাকা আর সৌন্দর্য দিয়ে তো অনন্তপক্ষে সুখ পাওয়া যায় না! আপনি যখন ফুটপাত দিয়ে হেঁটে চলেন মানুষটা আপনাকে বাম দিতে রাখে কোনো জানেন? পিছনের শো শো করে আসা গাড়িগুলো জানি এসে আপনাকে আঘাত না করতে পারে।

আপনার থেকে সে প্রিয় মানুষটা আপনাকে বেশি ভালোবাসে হারানোর ভয় করে। আপনার সেই প্রিয় মানুষটা জানে সে একটু ভালোবাসলে, আপনি তাকে কয়েক গুণ বেশি ভালোবাসা ফেরত দেবেন। কিছু মানুষ ভালোবাসার কাঙ্গাল হয় তারা বেশি কিছু চায় না শুধু চায় প্রিয় মানুষটার থেকে! সে চায় তার মতো করে বুঝুক জানুক দুইজনের মন মানসিকতা এক রকম হলে আর কি লাগে।

বিজ্ঞাপন

সবাই সুন্দর মানুষ খুঁজে না সবসময়। কিছু মানুষ তো চায় বৃদ্ধ বয়সে পায়ে পা মিলিয়ে ঘুরতে যাবে ওই দূর পাহাড়ে হেটে যাবে এক অজানা পথ ধরে! জানি বৃদ্ধ বয়সে মুখের দিকে তাকিয়ে হেসে বলা যায় আজও ভালোবাসি প্রথম দিনের থেকে খুব বেশি।’

যদিও এই ভুয়া পেজের এডমিন কে সেটি এখনও জানা যায়নি। তবে এমন কাণ্ডে বেশ বিরক্ত তারকা দম্পতি তিশা-ফারুকী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |