ভারতের টালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বেশ আগেই শক্ত অবস্থানে নিয়ে গেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও একাধিকবার এসেছে সংবাদ মাধ্যমের আলোচনায়। সম্প্রতি আবারও আলোচনায় আসলেন তিনি। এবার ‘দিদি নং ১’-এর মঞ্চে এসে নিজের ছোট বেলার কথা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।
সম্প্রতি জি বাংলার এই রিয়ালিটি শোতে তারকাদের হাট বসিয়েছিলেন মিমি, তনুশ্রী, পার্নো মিত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পর্দার ‘মিনি’র ছোটবেলা এবং পরিণত সময়ের কথা উঠে এসেছে। ছোটবেলায় কেমন ছিলেন মিমি? নিজেই স্বীকার করেছেন, প্রচণ্ড দুষ্টু ছিলেন। এতটাই যে তার কারণে অন্যরা মার খেতেন। পাশাপাশি স্কুলে তিনি বিখ্যাত ছিলেন পরোপকারের জন্য। কেউ ছুটে আসলেই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।
পরোপকারের এই অভ্যাস থেকেই কি রাজনীতিতে মিমি? পর্দার ‘মঞ্জরী’র দাবি, অভিনেত্রী হওয়ার পরেও তিনি অনেককে সহযোগিতা করেছেন। রাজনৈতিক মঞ্চ আরও সহজে সাধারণের কাছে পৌঁছে দেয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধও তিনি ফেলতে পারেননি।
প্রসঙ্গত, মিমি চক্রবর্তী কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়। তার অভিনীত সিনেমার অসংখ্য দর্শক রয়েছে। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’, ‘বাপি বাড়ি যা’, বাঙালি বাবু ইংলিশ ম্যাম’ ছবিগুলো স্টার মুভিজ ও অনলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রচুর দর্শক দেখেছেন।