ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পাপারাজ্জিদের দেখে তেড়ে এলো কারিনার পুত্র (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৪ এপ্রিল ২০২২ , ১২:০৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বলিউডের অনেক কলাকুশলী-তারকাদের চাইতেও বেশি জনপ্রিয় সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির ছেলে তৈমুর আলী খান। জন্মের পর থেকেই তাকে নিয়ে প্রচুর খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে।

বিজ্ঞাপন

কেউ কেউ মনে করছেন তৈমুরের স্বাভাবিক বেড়ে ওঠায় এই অতিরিক্ত তারকাখ্যাতির বিষয়গুলো প্রভাবিত করবে। কিছুদিন আগে ছেলেকে বিদেশের বর্ডিং স্কুলে দেওয়ার ব্যাপারে ভেবেছিলেন সাইফ-কারিনা।

তার বয়স মাত্র পাঁচ বছর চলছে। এখনই তার চালচলনে নবাবি ভাব। পাপারাজ্জিদের কাছেও সে খুব প্রিয়। কিন্তু প্রায় সময়ই ক্যামেরা দেখলে খুব রেগে যায় সে। এবার পাপারাজ্জিকে দেখে নাকি খারাপ ভাষায় গাল দিয়েছে ছোট্ট তৈমুর।

বিজ্ঞাপন

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এরপর ভিডিওটি দেখে অনেকেই এমন প্রশ্নে তুলেছেন। তারা মনে করছে তৈমুর পাপারাজ্জিদের ছবি তোলা দেখে গাল দিচ্ছে। যদিও বিষয়টি তৈমুরের ভিডিও দেখে একেবারে নিশ্চিত হওয়া যায় না। তবে এটি নিয়ে কম সমালোচনা চলছে না।

ভিডিওতে দেখা যায় মা কারিনা ও পরিচারিকার সঙ্গে বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে তৈমুর। ভাই জেহ খেলা করছে গাড়িতে চেপে। হঠাৎ পাপারাজ্জিদের দেখে চিৎকার করে ছবি তোলা বন্ধ করতে বলে সে। কিন্তু যেভাবে বলেছে তা পছন্দ হয়নি নেটিজেনদের। তাদের অনেকেই মনে করছেন, তৈমুর নাকি অশ্লীল শব্দ ব্যবহার করেছে।

নেটিজেনদের এমন মনে হলেও তৈমুর আসলে গালাগাল করেনি। সে বলেছে, ‘বন্ধ করো দাদা, বন্ধ করো দাদা’। বাঙালিদের মতো মরাঠিদের দাদা বলার চল রয়েছে। সে কারণেই দাদা শব্দ প্রয়োগ করেছে তৈমুর— এমন সাফাই দিয়েছেন কারিনার ভক্তরা। তবে তার কথা বলার ধরন যে মোটেও শিশুসুলভ ছিল না তা অনেক কারিনা ভক্তও মেনে নিয়েছেন। তবে তাদের একটি বক্তব্য রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, পাপারাজ্জিদের বার বার নিষেধ করার পরও কেন তারা অনুমতি ছাড়া এভাবে ছবি কিংবা ভিডিও তুলতে যায় এ নিয়ে বেশ সমালোচনা চলছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |