ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আমেরিকায় জমে উঠেছে দুই নায়কের আড্ডা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ০৫:৩৮ পিএম


loading/img

গত বছরের নভেম্বরে আমেরিকায় পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান। আপাতত নিউইয়র্কে বসবাস করছেন তিনি। দেশটির নাগরিকত্বের জন্যও আবেদন করেছেন। দেশ থেকে দূরে থাকলেও সিনেমা থেকে দূরে নেই নায়ক। সেখান থেকেই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান।

বিজ্ঞাপন

অন্যদিকে বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন ‘ইতিহাস’ খ্যাত নায়ক কাজী মারুফ। ২০১৯ সালে দেশটির গ্রিন কার্ড পেয়েছেন তিনি।

দেশে থাকাকালে এই দুই নায়কের দেখা সাক্ষাৎ খুবই কম হতো। দুজনই নিজেদের কাজে ব্যস্ত থেকেছেন। তবে মার্কিন মুলুকে গিয়ে তাদের ব্যস্ততা কিছুটা কমেছে। একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন তারা। মেতে উঠতে পারছেন আড্ডা-গল্পে। ইতোমধ্যে দুই নায়কের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠেছে। কাজী মারুফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘বাংলাদেশে শাকিব খানের সঙ্গে আমার খুব একটা দেখা হয়নি। সবশেষ প্রায় আট বছর আগে আমাদের দেখা হয়েছিল। কিন্তু শাকিব আমেরিকায় আসায় গত কয়েক মাসে আমাদের বহুবার দেখা হয়েছে, আড্ডা হয়েছে। আমাদের মধ্যে দারুণ বন্ধুত্বও তৈরি হয়েছে। আমরা সময়টা বেশ এনজয় করছি।’

কিছুদিন আগেই বলিউডের শক্তিমান অভিনেতা আশীষ বিদ্যার্থীর সঙ্গে একফ্রেমে বন্দি হয়েছেন কাজী মারুফ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি। এবার তার ওয়ালে ভেসে বেড়াচ্ছে শাকিবের সঙ্গে তোলা স্থিরচিত্র।

প্রসঙ্গত, প্রথম সিনেমায় অভিনয় করে খুব কম অভিনেতাই তারকাখ্যাতি পান। কাজী মারুফের ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যেতে থাকেন কাজী মারুফ। শুধু যে অভিনয় থেকেই দূরে তা নয়, এখন তিনি দেশ থেকেও বহু দূরে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই ঢাকাই সিনেমার হাল ধরে রেখেছেন শাকিব খান। শুধু দেশে নয়, ওপার বাংলাতেও পর্দা মাতিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন এ নায়ক। সম্প্রতি ‘মায়া’ সিনেমার প্রযোজক হিসেবে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |