• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

মাহির বয়স হয়েছে, বডি ফিটনেস নেই : আব্দুল আজিজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২২, ১৫:০১
মাহির বয়স হয়েছে, বডি ফিটনেস নেই : আব্দুল আজিজ

ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকাদের একজন মাহিয়া মাহি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে পথচলা শুরু করেন তিনি। একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’ সিনেমার সাফল্যে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান নায়িকা। এবার নির্মিত হতে যাচ্ছে ‘অগ্নি ৩’। তবে সেখানে দেখা মিলবে না মাহির।

বৃহস্পতিবার (৩০ জুন) ফেসবুকে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দেন, ‘অগ্নি ৩, আসছে।’ তার সেই পোস্টটি নেটিজেনদের নজরে এসেছে। কেন্দ্রীয় চরিত্রে কে থাকছেন, অনেকেই সেটি জানতে চেয়েছেন।

রহমান মতি নামে একজন মন্তব্য করেছেন, ‘আমি মাহিকেই চাইব। অগ্নি সিরিজে মাহিই বেস্ট পারফর্ম করেছে।’

সেই মন্তব্যের জবাবে আব্দুল আজিজ লিখেছেন, ‘বর্তমানে মাহির বডি ফিটনেস ও ফ্লেক্সিবিলিটি নেই, বয়স হয়েছে। এটা (অগ্নি ৩) একদম নতুন গল্প। তাই এখানে মাহির থাকা উচিত নয়।’

1

আব্দুল আজিজের মন্তব্যের নিচে নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন। তারা অগ্নি ৩-তে নায়িকা হিসেবে মাহিকেই চান, এমন দাবি জানিয়েছেন। কেউ অনুরোধ করেছেন, মাহিকে কিছুদিন সময় দিন সে ফিট হয়ে যাবে। তবে পরবর্তীতে আব্দুল আজিজ আর কোনো মন্তব্যের জবাব দেননি।

এর আগে, ২০১৬ সালের শেষের দিকে কলকাতার একটি শীর্ষ সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জনপ্রিয় ছবি ‘অগ্নি থ্রি’র মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শুভশ্রী। কিন্তু ছবিতে কাজের ব্যাপারে ইতিবাচক কোনো ইঙ্গিত দেননি তিনি।

প্রসঙ্গত, বর্তমানে সিনেমায় ব্যস্ততা কমিয়ে গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন মাহি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘ওয়ার্নিং’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’, ‘নবাব এলএলবি’ ইত্যাদি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিএসে চিকিৎসকদের বয়স বৃদ্ধিতে এক সপ্তাহের আল্টিমেটাম
মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বেশি শিশু ও বয়স্করা
নিয়োগ দেবে হা-মীম গ্রুপ, থাকছে না বয়সসীমা