যিনিই শাকিব ভাইয়ের নায়িকা হন, তাকে নিয়েই গুঞ্জন রটে : পূজা
‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। সিনেমায় এই জুটির কেমেস্ট্রি দর্শক পছন্দ করেছেন। এবার ফের একসঙ্গে পর্দা শেয়ার করতে চলেছেন তারা। এই জুটির নতুন সিনেমা ‘মায়া’।
এ প্রসঙ্গে পূজা গণমাধ্যমকে জানান, ‘আমরা আবারও জুটি বাঁধছি, এটা চূড়ান্ত। সিনেমার গল্প অসাধারণ। এমন গল্পে এখন পর্যন্ত কাজ করিনি।’
এদিকে পরপর দুটি সিনেমায় শাকিব-পূজার জুটি বাঁধা নিয়ে ঢালি পাড়ার বাতাসে বেশ কিছু গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। নায়িকা জানান, ‘শাকিব ভাইয়ের সঙ্গে যে নায়িকাই কাজ করেন, তাকে নিয়েই গুঞ্জন রটে। আমি পজিটিভ মানুষ। কাজের বাইরে কিছু ভাবছি না। পর্দায় দর্শক আমাদের যেভাবে দেখেছে, তাতে হয়তো মনে হয়েছে আমরা প্রেম করছি। আসলে বাস্তবে তেমন কিছু না।’
-
আরও পড়ুন... মাহির বয়স হয়েছে, বডি ফিটনেস নেই : আব্দুল আজিজ
তিনি আরও বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির নায়িকা। সবার সঙ্গেই কাজ করব।’
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘মায়া’। ফেরারি ফরহাদের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।
-
আরও পড়ুন... পোশাক ছাড়া পোস্টারে হইচই ফেললেন বিজয়
মন্তব্য করুন