• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

নতুন বার্তা দিলেন মৌসুমী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২২, ১৯:৫৭
নতুন বার্তা দিলেন মৌসুমী

ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী। দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি। ফেসবুকে তার নামে বেশ কিছু ফেক আইডি রয়েছে। যেগুলো থেকে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে।

এ প্রসঙ্গে শুক্রবার (১ জুলাই) ইনস্টাগ্রাম পোস্টে মৌসুমী লিখেছেন, আমার কোনো ফেসবুক আইডি নেই। ফেক সব আইডিতে কে কি অদ্ভুদ পোস্ট করছে, সাংবাদিক ভাইরা সেটা দিয়ে নিউজ করে সবাইকে বিভ্রান্ত করছেন। এসব ঠিক না। আমি ফেসবুকে কোথাও কিছু পোস্ট করিনি। দয়া করে আপনারা আইডিগুলো বর্জন করুন। আমি কৃতজ্ঞ থাকবো।

12345

সপ্তাহ খানেক আগে (২৩ জুন) ইনস্টাগ্রামে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘লুকিয়ে থাকতে চাইলে লুকানো যায়। সামনে যেটা থাকে, সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’

একই পোস্টে সিলেটের বানভাসি মানুষের জন্য আক্ষেপ করে তিনি লিখেছেন, ‘সিলেটবাসির কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাবো। আপনারাও সবাই তাদের পাশে থাকুন।’

11

এর আগে গত ১৭ জুন রাতে ইনস্টাগ্রামে এলো চুলে তোলা একটি ছবি পোস্ট করেন মৌসুমী। ক্যাপশনে লেখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

সম্প্রতি মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেন ওমর সানী। তারকা দম্পতির ব্যক্তিজীবনের বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয় তুমুল আলোচনা। বলা চলে, ওমর সানী-মৌসুমী-জায়েদ খানের ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।

234567

যদিও সংসার ভাঙার গুঞ্জনে পানি ঢেলে নিজেদের মনোমালিন্যের পালা শেষে ইতোমধ্যে এক হয়েছেন ওমর সানী-মৌসুমী। গত ১৬ জুন দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওমর সানী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

ক্যাপশনে সানী লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’ এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখে তাদের অনুরাগীরা শুকরিয়া আদায় করেন।

image-181667-1655436151

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে সুখী দম্পতি হিসেবে ওমর সানী ও মৌসুমীর খ্যাতি রয়েছে। শোবিজ তারকাদের সংসার ভাঙার হিড়িকে ‘সুখী দাম্পত্যের’ তারা এক অনন্য উদাহরণ। তাদের ঘরে রয়েছে দুই সন্তান, ফারদিন ও ফাইজা। বছরখানেক আগে ছেলেকে বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ এনেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ
কেক খেয়ে বাচ্চাদের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার দাবি, যা জানা গেল
বৃষ্টি ও শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা
ফেসবুকে এবার শেখ হাসিনার যে হাড়ি ভাঙলেন সোহেল তাজ