• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

তরুণ অভিনেতা কিশোর মারা গেছেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২২, ০৯:২৩
তরুণ অভিনেতা কিশোর মারা গেছেন

মাত্র ৩০ বছর বয়সে পৃথিবীর যাত্রা শেষ করলেন ভারতের অসমীয়া সিনেমার অভিনেতা কিশোর দাস। শনিবার (২ জুলাই) চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন কিশোর। সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

Collage-Maker-03-Jul-2022-09-07-AM

প্রথমে কিছুদিন আসামে চিকিৎসা শেষে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় কিশোরকে। পরবর্তীতে তাকে চেন্নাইয়ে স্থানান্তরিত করা হয়। কিন্তু সব চেষ্টাকে বৃথা করে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। এ অভিনেতার মৃত্যুতে আসামের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

খুব কম সময়েই অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছিলেন কিশোর। ‘বৃন্দাবন’, ‘প্রেম বন্ধকি’, ‘দাদা তুমি দুষ্টু বড়’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

Collage-Maker-03-Jul-2022-09-06-AM-1

ছোট পর্দারও জনপ্রিয় মুখ ছিলেন কিশোর। টেলিভিশনে তার অভিনীত ‘বিধাতা ও বন্ধু’ সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়াও ৩০০টির বেশি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারুর সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো
২০০ বছর আগেও আক্রমণ চালিয়েছিল এইচএমপিভি
প্রকাশ্যে ক্রাইম পেট্রোল অভিনেতাকে ছুরিকাঘাত
মারা গেছেন অর্থনীতিবিদ আনিসুর রহমান