দেশীয় টেলিভিশনের তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। দুই ছেলে দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতিকে নিয়ে তাদের সুখের সংসার। বাবা-মায়ের মতো তারাও অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন। ইতোমধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন দিব্য-সৌম্য।
দুই ছেলেকে নিয়ে বেশ গর্বিত বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি দম্পতি। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দুই ছেলের নানা ঘটনা তুলে ধরেন গুণী এই অভিনেত্রী। তবে ঈদের দিনে খুশির মন বেশ খারাপ। কারণ, তার দুই ছেলেরই প্রচণ্ড জ্বর।
শনিবার (৯ জুলাই) মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে শাহনাজ খুশি জানান, ‘আমার ছেলে দুইটার ১০২ থেকে ১০৩ জ্বর। নাপাতে কোনো কাজ হচ্ছে না। সাপোজিটরি দিলে জ্বর নামে, আবার ৩-৪ ঘণ্টা পর যা তাই!’
তিনি আরও জানান, ‘কোভিডের তিন ডোজ টিকা তাদের নেওয়া আছে। তবুও কোভিড দুইবারসহ অন্য টেস্টও করে নেগেটিভ এসেছে। ছোটবেলা থেকেই ওদের এমন জ্বর কোনোদিন হয়নি। খুব বেশি খারাপ লাগছে। সেই সাথে সবকিছু মুল্যহীন মনে হচ্ছে। তবুও সবার জন্য শুভকামনা। সবার ঈদ আনন্দময় হোক। ঈদ মোবারক।’