বিশেষ দিন মানেই আরটিভি। ঈদকে কেন্দ্র করে জনপ্রিয় এই বেসরকারি চ্যানেলটিতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে। প্রতি বছরের মতো এবারও দর্শকের জন্য বিনোদনের নানান আয়োজন করেছে আরটিভি।
এই ঈদে ৭ দিনব্যাপী দর্শকরা নাটক, সিনেমাসহ নানান রকম অনুষ্ঠান উপভোগ করতে পারবেন চ্যানেলটিতে। এর ধারাবাহিকতায় প্রচার হয়েছে নাটক ‘চাতক’।
বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তাসনুভা তিশা প্রমুখ।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি আরটিভিতে প্রচার হওয়ার পর ১৭ জুলাই আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
গল্পে দেখা যাবে, হকমান খুব ধুরন্ধর মানুষ। লেখাপড়া খুব বেশি না করলেও চলনে বলনে উচ্চ শিক্ষিত হিসেবে সবাই মেনে নেবে। নানা রকমভাবে প্রতারণা করা তার নেশা থেকে বর্তমানে পেশা হয়ে দাঁড়িয়েছে। অদ্ভুত সব প্রতারণার ভাবনা তার মাথায় কিলবিল করে।
বহুবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে জেলে গেছে। আবার জামিনে ছাড়া পেয়ে নতুন প্রতরণার ফাঁদ খুলে বসে। বর্তমানে তার ব্যবসা ঘটকালির নামে বিত্তবান, বিপত্নীক ধনী ব্যবসায়ীদের টার্গেট করে সুন্দরী নারীদের ছবির মাধ্যমে আকৃষ্ট করে পরবর্তীতে ব্লাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আদায় করে।
এ কাজে সে চাতক' নামে একটি অফিস খুলে বসেছে। তবে সেই অফিসের পিয়ন থেকে এমডি সবই সে একাই। অদ্ভুত ব্যাপার হচ্ছে সুন্দরী যেসব নারীদের ছবি দেখিয়ে বা একান্তে কথা বলার টোপ বানানো হয় তারই স্ত্রীদের। চতুর হকমান তিনটি বিয়ে করেছে, যারা সবাই সুন্দরী।
স্বামী স্ত্রী মিলেমিশে প্রতারণর ফাঁদ পেতে বসেছে। ভুক্তভোগী কেউই সামাজিক সম্মানের ভয়ে প্রকাশ করে না। এই সুযোগটা কাজে লাগিয়ে একের পর এক শিকার ধরে বিত্ত-বৈভব বাড়ানোর স্বপ্নে বিভোর হকমান।