ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

‘টম ক্রুজ-শাহরুখ খান ফেল, অনন্ত জলিল বেস্ট’ (ভিডিও)

নিয়াজ শুভ

বুধবার, ২০ জুলাই ২০২২ , ১১:২৯ পিএম


loading/img

‘‘এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে ভালো মুভি ‘দিন দ্য ডে’। বোঝা যাচ্ছে, কেন এটার বাজেট ১০০ কোটি। হলিউড মুভি ফেল। আমাদের বাংলাদেশকে গর্বিত করেছে অনন্ত জলিল। ১০০ বছরে এমন মুভি কেউ বানায়নি। টম ক্রুজ ফেল, শাহরুখ খান ফেল। অনন্ত জলিল বেস্ট। বড় হয়ে অনন্ত জলিলের মতো হতে চাই।’’ অনন্ত-বর্ষা জুটির ‘দিন দ্য ডে’ সিনেমাটি দেখে যমুনা ব্লকবাস্টার থেকে বের হয়ে এভাবেই নিজেদের উচ্ছ্বাসের জানান দেন একঝাঁক তরুণ-তরুণী।

বিজ্ঞাপন

গত সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টারে ‘দিন দ্য ডে’র প্রদর্শনীতে গিয়েছিলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এ দিন শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন তারা। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বহু তরুণ-তরুণী ‘দিন-দ্য ডে’ দেখতে ভিড় জমান। অনন্ত-বর্ষার উপস্থিতিতে অনুরাগীদের পদচারণায় মুখর ছিল ব্লকবাস্টারের ফ্লোর।

সিনেমা দেখে বের হয়ে দর্শকদের একজন জানান, ‘অনন্ত জলিলের জন্যই সিনেমাটি দেখতে এসেছিলাম। ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি। সাধারণত এ ধরনের সিনেমা আমি দেখি না, আর্ট ফিল্ম দেখি। অনন্ত জলিল ফ্যান্টাস্টিক।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘এ রকম হিরো বাংলাদেশে আর একটিও নেই। অনন্ত জলিলকে কাজে লাগানো দরকার। যারা ভালো নির্মাতা, ভালো গল্প লেখেন- তারা অনন্ত জলিলকে কাজে লাগাতে পারেন।’

গত ১০ জুলাই দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে অনন্ত-বর্ষার ‘দিন-দ্য ডে’ সিনেমাটি। বর্তমানে সিনেমাটির প্রচার-প্রচারণা নিয়ে দেশের নানান প্রান্তে যাচ্ছেন এই তারকা দম্পতি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লক বাস্টারে দর্শক সারিতে বসে সিনেমাটি দেখতে গিয়েছিলেন তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে ‘দিন-দ্য ডে’। মুক্তির পরেও কম আলোচনা-সমালোচনা হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |