ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ব্যাপক প্রশংসিত আরটিভির ওয়েব ফিল্ম ‘অমানুষ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ , ১০:২৪ পিএম


loading/img

দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে আরটিভিতে প্রচারিত ওয়েব ফিল্ম ‘অমানুষ’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্ম। 

বিজ্ঞাপন

ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্র রতন কেন ‘অমানুষ’? রতনের অমানুষ হয়ে ওঠার গল্পই এই নাটকের প্রধান উপজীব্য। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের একেকটা গল্প থাকে। যে গল্পগুলো আমাদেরকে এমন এক বাস্তবতার চিত্র দেখিয়ে দেয়; যা মানুষের জীবনবোধকে নতুনভাবে নাড়া দেয়, নতুনভাবে চেনায়। ‘অমানুষে’র গল্পটিও তেমনই।

সালমান জামান নামে এক দর্শক ওয়েব ফিল্মটি নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘একদিকে নির্মমতা অন্যদিকে ভালোবাসার স্বর্গ দুটি বিষয় দর্শকের চিন্তাভাবনা ও সময়টাকে স্থির করে দেবে।  আপনি যখন শেষ চিত্রটা অর্থাৎ মোশাররফ করিম ও মনির মিঠুর অভিনয় দেখবেন তখন আপনার হাত নিজের অজান্তে চোখের জল মুছবে।’ 

বিজ্ঞাপন

শহিদুর রহমান নামে একজন লিখেছেন, ‘আমরা খোলা চোখে যা দেখি তা অনেকসময় সত্যি হয় না। মানুষ চিনতে হয় মানুষের চোখ দিয়ে। সত্যিই ওয়েব ফিল্মটি মনে রাখার মতো।’

‘যে ভাতের কষ্ট কোনোদিন পায়নি, সে যেন আমার বিচার করতে না আসে’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই সংলাপটি ‘অমানুষ’ওয়েব ফিল্মের। গত ৮ জুলাই রাত ৮টায় ইউটিউবে উন্মুক্ত হয়েছে ওয়েব ফিল্মটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |