সিঁড়িতেই বসলেন নায়িকা!
‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি...সাদা সাদা, কালা কালা’ গ্রাম থেকে শহরে সবার মুখে মুখে গানটি। তবে গান শুনে প্রাণ জুড়ালেও সিনেমাটি দেখার অপেক্ষায় দর্শকের মন অস্থির হয়ে আছে।বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে সারাদেশে মুক্তি পেল শুক্রবার (২৯ জুলাই) ।
মুক্তি উপলক্ষে প্রচারণার ধারাবাহিকতায় ‘হাওয়া’র কলাকুশলীরা হাজির হয়েছিলেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখায় প্রথম শো দেখতে। প্রথম দিনেই অর্থাৎ শুক্রবার ঢাকার একাধিক হলে সিনেমাটি হাউসফুল যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে টিকিট সংকট কিংবা হলের সিট সংকটে ‘হাওয়া’র নায়িকা নাফিজা তুষিও হলের সিঁড়িতে বসেই সিনেমাটি উপভোগ করেছেন।
দর্শকদের মতো তাদের দৃষ্টিও রুপালি পর্দায়। কিন্তু মজার বিষয় হলো, সিঁড়িতে বসে থাকা এই নারীটি ‘হাওয়া’ সিনেমার নায়িকা নাজিফা তুষি সেটা কেউ বুঝতে পারেনি।
মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি মুক্তির আগে থেকে প্রচারে ব্যস্ত সময় পার করছেন সিনেমা সংশ্লিষ্টরা। শুক্রবার সিনেমাটি মুক্তির পর বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছে সিনেমাটির টিম।
আর প্রেক্ষাগৃহ ঘুরতে গিয়ে সিঁড়িতে বসে নিজের অভিনীত সিনেমা দেখেন তুষি। আর ওই মুহূর্তে ফ্রেমবন্দি হওয়া ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেন এই অভিনেত্রী।
সামাজিকমাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে গেছে ইতোমধ্যেই। যেখানে দেখা যাচ্ছে, দুই পাশে সারি সারি সিটে বসে আছেন দর্শক। সবার দৃষ্টি পর্দায়। দু’পাশের সারিবদ্ধ সিটের মাঝ দিয়ে নেমে গেছে সিঁড়ি। লাল রঙের কার্পেটে মোড়ানো সিঁড়িতে বসে আছেন এক নারী।
প্রসঙ্গত, সম্প্রতি সুস্থধারার বাংলা চলচ্চিত্রের দর্শকদের মাঝে সিনেমা হলে যাওয়ার আগ্রহের যে জোয়ার তৈরি হয়েছে, সেটি ‘হাওয়া’ আরও এগিয়ে নেবে বলে মনে করছেন দেশের সিনেমাবোদ্ধা ও অভিজ্ঞরা। সাধারণ দর্শক ও তরুণ প্রজন্মের মাঝে ‘হাওয়া’-কে ঘিরে এই আগ্রহ আরও বেগবান করতেই হাওয়ার প্রচারণার জন্য দেশের বিভিন্ন সিনেমা হলগুলোর শোতে যাবেন।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, বাংলাদেশে মুক্তির পর ‘হাওয়া’ খুব শিগগিরই মুক্তি পাবে উত্তর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
মন্তব্য করুন