ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

হল মালিকরা ‘পরাণ’র সঙ্গে অন্যায়-অবিচার করেছে: আব্দুল আজিজ 

আরটিভি নিউজ

শনিবার, ৩০ জুলাই ২০২২ , ১১:১৪ এএম


loading/img

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমা এখনো দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এদিকে জাজ মাল্টিমিডিয়া থেকে পরিবেশনা করা ‘হাওয়া’র জন্য দর্শক থাকা সত্ত্বেও ‘পরাণ’ সিনেমাটি নামিয়ে দিয়েছেন দুটি হল মালিক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে হল মালিকদের অতীতে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। 

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, রায়হান রাফী ও পরাণ। আমার ঘরের ছেলে রায়হান রাফী আমাকে ফোন করে দুঃখ সহকারে গতকাল সন্ধ্যায় ফোন দিলো। সে তখন মধুমিতা হলে ছিল। বললো, মধুমিতা হল হাউসফুল। চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল হাউসফুল, তারপরও তার পরাণ নামিয়ে আজ থেকে দুইটা হলেই ‘হাওয়া’ চালাবে। কিন্তু নিয়ম হলো, বৃহস্পতিবার যদি হলে ২০ হাজার টাকা সেল থাকে, হল থেকে সিনেমা নামাতে পারে না। ‘পরাণ’ সিনেমার সেল তার চেয়ে অনেক বেশি ছিল। তারপরও নামিয়ে দিলো। যা ‘পরাণ’ সিনেমার জন্য অন্যায়-অবিচার। 

বিজ্ঞাপন

রাফীকে বললাম, হলের সঙ্গে কথা বলো, কথা বলল, হল নাকি তাকে জানিয়েছে, জাজের সিনেমা আসছে। না চালালে তাড়া যদি মনক্ষুণ্ন হয়ে আমাদের সিনেমা না দেয় পরে! কারণ এখন বাংলাদেশের সব ভালো সিনেমা জাজ রিলিজ করে। আমি আর কি বলবো!!!  তবে হ্যাঁ, আমার কোনো সিনেমা যদি ২০ হাজার টাকা সেল রেখেও কোনো হল নামিয়ে ফেলে, সেই হলকে আর কখনো সিনেমা দেই না। 

আজিজ আরও লিখেছেন, এমনটা অনেক আগে একটা হল করেছিল। তখন সেই সিনেমা হলকে ৬ মাস আর সিনেমা দেই নাই। পরে ক্ষমা চেয়ে ব্যাপারটা মীমাংসা করেছিল। যাই হোক, হাওয়া হোক না জাজের সিনেমা। তবুও হল মালিক পরাণ এর সঙ্গে সুবিচার করে নাই। আর আমার রাফীর কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই বলার নেই। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |