স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখতে গিয়েছিলেন এক বৃদ্ধ। তার পরনে ছিল সাদা শার্ট আর লুঙ্গি। এখানেই বিপত্তি। লুঙ্গি পরে যাওয়ার কারণে তার কাছে টিকিট বিক্রি করেননি সনি সিনেমা হলের টিকিট সেলার।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ্যে আনেন এক ব্যক্তি। তার প্রকাশিত ভিডিওতে বৃদ্ধ লোকটিকে বলতে শোনা যায়, ‘লুঙ্গি পরছি বলে আমার কাছে টিকিট বিক্রি করবে না। এখন সিনেমা না দেখেই চলে যাব।’ ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
তাদের সেই বিবৃতি হুবহু তুলে ধরা হলো-
‘আমরা স্পষ্ট করতে চাই যে, স্টার সিনেপ্লেক্স গ্রাহকদের প্রতি কোনো বৈষম্য করে না; অন্তত একজন ব্যক্তির পোশাকের ওপর ভিত্তি করে। আমাদের সংস্থায় এমন কোনো নীতি বিদ্যমান নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরা বেছে নেওয়ার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে।
আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের সিনেমা হলে তাদের পছন্দের সিনেমা দেখার জন্য সবাইকে স্বাগতম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল-বোঝাবুঝির ফলাফল। আমরা এমন একটি ঘটনা ঘটতে দেখে গভীরভাবে মর্মাহত এবং এটি আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ।
আমরা স্টার সিনেপ্লেক্সে গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে আমরা এই ব্যক্তিকে তার পরিবার নিয়ে সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাতে চাই। আমরা এই ঘটনাটি তদন্ত করছি। কারণ, আমরা কথা বলছি যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল-বোঝাবুঝি না ঘটে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’