ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

তৃতীয় সন্তানের মা হচ্ছেন ঈশিকা খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২ , ০৪:২৩ পিএম


loading/img

অভিনয় ছেড়ে ধর্মে-কর্মে মনোযোগী হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে সুখে সংসার করছেন তিনি। এবার তৃতীয় সন্তানের মা হতে চলেছেন ঈশিকা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ আগস্ট) ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ঈশিকা। সেখানে তার বেবি বাম্প স্পষ্ট।

ঈশিকা জানান, এখন ২৭ সপ্তাহ চলছে। আপাতত সন্তান আগমনের অপেক্ষায় দিন গুণছেন তিনি।

2356

প্রসঙ্গত, বিজ্ঞাপন দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু ঈশিকার। এরপর মডেলিং, তারপর নাটকে অভিনয় করেন। বলতে গেলে অভিনয় ও উপস্থাপনায় তার ক্যারিয়ার জমে উঠেছিল বেশ। কিন্তু ঠিক সেই সময়টায় তিনি মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন।

বিজ্ঞাপন

২০১৬ সালের ৩১ মার্চ লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা। তারপর দেশ ছেড়ে লন্ডনেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |