ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

স্ট্রিট ফুড বিক্রি করছেন সাকিব!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ , ১১:৫৯ এএম


loading/img

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বিজ্ঞাপন মার্কেটটা বেশ বড়। তাকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি করেন দেশি-বিদেশি নানান প্রতিষ্ঠান। এবার নতুন একটি বিজ্ঞাপনে চমক দেখাবেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাকিবের একটি ছবি প্রকাশ পেয়েছে। তবে প্রথম নজরে তাকে চেনা দায়। কারণ, এমন লুকে সাকিবকে আগে কেউ দেখেননি। স্ট্রিট ফুড বিক্রেতার ভূমিকায় হাজির হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার পাশের দোকানের খাবার পরিবেশন করছেন সাকিব। তার গায়ে অ্যাপ্রোন, চোখে চশমা, এক হাতে খাবার, অন্য হাতে সসের বোতল।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাকিবের কোনো মন্তব্য না পাওয়া গেলেও নির্মাতা আদনান আল রাজীব গণমাধ্যমকে জানান, এটি একটি বিজ্ঞাপনের ছবি। সাকিবকে নিয়ে মোট তিনটি কাজ করেছি। প্রথমটি সবাই দেখেছেন। সেখানে বাস কন্ডাক্টর হিসেবে তিনি হাজির হয়েছেন। এবার আসছে স্ট্রিট ফুডওয়ালা ক্যারেক্টার। কিছুদিন পর আরেকটি ক্যারেক্টার দেখবেন। সেখানেও সারপ্রাইজ আছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |