বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। সবার মুখে মুখেই ঘুরপাক খায় তাদের প্রেমকাহিনী। পর্দার বাইরে বাড়িতে তাদের দিন কেমন কাটে, সে নিয়েও কৌতূহলের সীমা নেই ভক্ত-অনুরাগীদের। স্ত্রী জয়ার ফোন না ধরলে, কেমন বকুনি দেয় অমিতাভকে? সম্প্রতি এক ভক্তের এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অমিতাভ।
আর এ প্রশ্ন করেছিলেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসির প্রতিযোগী গুজরাটের ভূপেন্দ্র চৌধুরী। কোনো রাখঢাক না করে ভক্তের প্রশ্নের উত্তর দেন অমিতাভ। তিনি বলেন, আমার মনে হয়, আমার অবস্থার সঙ্গে সহমত পোষণ করবেন সব পুরুষই। ওপাশ থেকে স্ত্রীর ফোন এলো, আর আপনি সেই ফোন ধরলেন না। ব্যস, হয়ে গেল! এর পরই স্ত্রী জয়ার প্রসঙ্গে তিনি জানান, জয়া যখনই ফোন করবে, তখনই সেই ফোন ধরতে হবে তাকে।
কিন্তু শুটিংয়ের কাজে অনেক ব্যস্ত থাকায় সব সময় কি জয়ার ফোন ধরেন অমিতাভ? কিভাবে সামাল দেন সবটা? এ ব্যাপারেও খোলসা করেছেন বিগ বি। স্ত্রীর ফোন মিস করা নিয়ে যেন ঝামেলা না হয়, তার উপায় তিনি নিজেই বের করেছেন। বিগ বি জানান, আমার সেক্রেটারিকে নির্দেশনা দেওয়া আছে, জয়ার ফোন এলে যেন রিসিভ করে তাকে সবটা জানায় আমি কী করছি, কোথায় আছি।
কিন্তু এতেও স্ত্রী জয়ার কাছ থেকে অনেক কথা শুনতে হয় বিগ বিকে। অমিতাভ বলেন, সেক্রেটারি ফোন রিসিভ করলে ও (জয়া) বলে, এখন তোমার সঙ্গে কথা বলতে চাইলে আমাকেও কি সেক্রেটারি মাধ্যমে কথা বলতে হবে!