ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ফের কটাক্ষের শিকার নুসরাত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ , ০১:৩৮ পিএম


loading/img
নুসরাত

বিতর্ক আর ট্রল যেন পিছুই ছাড়ছে না কলকাতার বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাতের। একের পর এক ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন এ অভিনেত্রী। তবুও সবকিছুকে সামলে সামনের দিকে এগিয়ে যান তিনি।      

বিজ্ঞাপন

বরাবরই নেটিজেনদের কটাক্ষের শিকার হন নুসরাত। কখনও বিয়ে-সন্তান নিয়ে, কখনও আবার লিপ সার্জারি করা ঠোঁট নিয়ে, কখনও বা নিজের খোলামেলা পোশাকের ছবি প্রকাশ করলে সমালোচিত হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যে তার পেছনে লেগেই থাকেন নেটিজেনরা। তবে এবার তার ব্যাতিক্রম ঘটল। নিজেই নিজেকে ‘অপবিত্র’বলে দাবি করেছেন নুসরাত।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন নুসরাত। সেখানে খোলা চুল, অপলক চাহনি আর স্বল্প পোশাকে ধরা দিয়েছেন তিনি। আবেদন ছড়ানো ওই ভিডিওর ক্যাপশন দিয়েছেন  ‘আনহোলি’। ইংরেজি এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে ‘অপবিত্র’।    

বিজ্ঞাপন

তবে কি লাস্যময়ী এ অভিনেত্রী নিজেকে ‘অপবিত্র’ মনে করছেন? আসলে  বিষয়টি মোটেও সে রকম নয়। চলতি বছর পপ তারকা স্যাম স্মিথ ও কিম পেট্রাসের ‘আনহোলি’ শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে। ইতোমধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এমনকি বেস্ট পপ গ্রুপ পারফর্মম্যান্সেও মনোনীত হয়েছিল গানটি। আর শ্রোতাপ্রিয় সেই পপ গানটি নিজের  ভিডিওর সঙ্গে যুক্ত করে ক্যাপশনে নুসরাত লেখেন ‘আনহোলি’।     

তবে নেটিজেনদের কটাক্ষের হাত থেকে বাদ যায়নি নুসরাতের এই ‘অপবিত্র’ ভিডিওটিও। নেতবাচক মন্তব্যে ভরে গেছে ওই পোস্টের কমেন্ট বক্স। তাকে একজন নিচু শ্রেণির মেয়ে বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা। যদিও এর বিপরীতে নুসরাতের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |