ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত রিবার ‘মুড সুইং’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ নভেম্বর ২০২২ , ০৪:৪৯ পিএম


loading/img

বার্লিন ফ্যাশন ফিল্ম উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘মুড সুইং’। ফিল্মটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে। জাহিদুল আলম খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মডেল রিবা।

বিজ্ঞাপন

এই ফ্যাশন ফিল্মটি নির্মাণ করতে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে নির্মাতাকে। তার চেষ্টা ছিল বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক একটি মানদণ্ডে নিয়ে যাওয়া। যেহেতু ফিল্মটি আন্তর্জাতিক উৎসবগুলোতে প্রদর্শনের পরিকল্পনা ছিলো, সেহেতু কাজটি যেন আন্তর্জাতিক মানের হয় সেদিকে শুরু থেকেই সচেতন ছিলেন নির্মাতা। প্রায় এক বছর ধরে ফিল্মটির কাজ চলে।

ফিল্মটিতে রিবা নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। কাজটি ভালো করতে তার শ্রমের কমতি ছিলো না।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বার্লিন ফ্যাশন ফিল্ম উৎসব ছাড়াও মিলান ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল, এল এ ফ্যাশন ফিল্ম ফেস্টিভাল ও লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে ‘মুড সুইং’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |