ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

বলিউড জয়ের নেশায় মেতেছে শর্বরী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ , ০২:২৮ পিএম


loading/img
শর্বরী

সব অভিনেতা-অভিনেত্রীরই স্বপ্ন থাকে অভিনয় দিয়ে বলিউডে শীর্ষে অবস্থান করার। ব্যতিক্রম নন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। তিনিও বলিউড জয়ের নেশায় মেতেছেন।  

বিজ্ঞাপন

হয়তো সে কারণেই নিজেকে খোলামেলা পোশাকে বিভিন্ন রূপে মেলে ধরছেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্যাশনের জাদুতে রীতিমতো সবাইকে মুগ্ধ করেছেন শর্বরী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমধ্যমে ওই ফ্যাশন শোতে অংশ নেওয়া ছবিগুলো ভাইরাল হয়ে গেছে।

ছবিগুলোতে দেখা গেছে, শর্বরী পরনে রয়েছে একটি ফ্লোরাল প্রিন্টের থাই-হাই স্লিট ড্রেস। এ ছাড়া নানান রূপে নিজেকে মেলে ধরেছেন তার ভক্ত-অনুরাগীদের জন্য। আবেদনময়ী এসব ছবিতে ব্যাপক মুগ্ধ হয়েছেন তার ভক্তরা।

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভাইরাল হওয়া ছবিগুলো দেখে নেটিজেনদের অনেকেই ধারণা করছেন, বলিউডের সবার নজর কাড়ার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছেন তিনি। সে কারণেই হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে এমন খোলামেলাভাবে উপস্থাপন করছেন।

উল্লেখ্য, শর্বরী অভিনীত প্রথম সিনেমা ‘বান্টি অউর বাবলি টু’। সিনেমা জগতে একজন সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে অ্যামাজন প্রাইম ভিডিওর ‘দ্য ফরগটেন আর্মি-আজাদি কে লিয়ে (২০২০)’ -ওয়েব সিরিজে অভিনয়ে পা রাখেন শর্বরী ওয়াঘ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |