ঢাকা

সড়ক দুর্ঘটনার শিকার মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ নভেম্বর ২০২২ , ০৯:১৬ এএম


loading/img
মিঠুন চক্রবর্তী

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার (২৬ নভেম্বর) বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতার গাড়িটি। এ ঘটনায় তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মিঠুনসহ গাড়িতে থাকা বাকি সদস্যরা সুস্থ আছেন। 

বিজ্ঞাপন

জানা গেছে, বাঁকুড়ায় কর্মসূচি শেষে আসানসোল যাচ্ছিলেন বিজেপির এই নেতা ও তার সফর সঙ্গীরা। সেইসঙ্গে সামনে-পেছনে মিঠুনকে নিরাপত্তা দেওয়ার জন্য একাধিক গাড়িও নিয়োজিত ছিল। কিন্তু বিষ্ণুপুর পার হওয়ার পরেই একটি তিন রাস্তার মরে হঠাৎ অভিনেতার গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। আর সেই সাইকেল আরোহীকে বাঁচাতে সামনে থাকা গাড়িটি ব্রেক ধরলে পেছনে থাকা মিঠুনের গাড়িও ধাক্কা মারে সামনের গাড়িতে। এতে অভিনেতার গাড়ির পেছনে থাকা নিরাপত্তাবাহিনীদের গাড়িটিও মিঠুনের গাড়িতে ধাক্কা মারলে ক্ষতিগ্রস্ত হয় তার গাড়িটি। 

পরে আসানসোল থেকে মিস্ত্রি আনা হয় মিঠুনের গাড়িটি মেরামত করার জন্য। তবে মিস্ত্রি এসে গাড়ি মেরামত করতে অনেক সময় লাগবে বলে জানায়। পরে সেই ভাঙা গাড়িতে করেই আসানসোলের দিকে রওনা দেন মিঠুন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির সংগঠনের সার্বিক অবস্থা জানতেই মাঠে নেমেছে ‘সংগঠক’ মিঠুন চক্রবর্তীকে। রোববার (২৭ নভেম্বর) বোলপুরে একটি সভা করবেন বিজেপির এই নেতা। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |