ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

গালাগালি না করার অনুরোধ জানালেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ নভেম্বর ২০২২ , ০২:০০ পিএম


loading/img
প্রসেনজিৎ

টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতোমধ্যে অভিনয় জগতে প্রায় তিন দশকের বেশি সময় পারি দিয়েছেন তিনি। এখনও যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়তই নিজেকে ভেঙে নতুন ভাবে আবিষ্কার করছেন এ অভিনেতা। ফলে ধীরে ধীরে টলিপাড়ার মি. ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন তিনি।  

বিজ্ঞাপন

প্রসেনজিৎ অভিনীত ‘অটোগ্রাফ’ ছবিতে মি. ইন্ডাস্ট্রি হিসেবেই তাকে মেলে ধরেছেন নির্মাতা সৃজিত মুখার্জী। সিনেমায় অরুণ চ্যাটার্জী নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর পর থেকেই বুম্বাদাকে এমনটাই মনে করেন চলচ্চিত্র জগতের অনেকেই। আবার অনেকে এটা নিয়ে ব্যাপক সমালোচনাও করেছেন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন ‘প্রাক্তন’ খ্যাত এ অভিনেতা। ওই ভিডিও তে ‘অটোগ্রাফ’ ছবির সংলাপ বলতে শোনা গেছে বুম্বাদাকে। কিন্তু কিছু সময় পরেই আবার তিনি জানান, ওই সংলাপটি তার নয়। ‘অটোগ্রাফ’ সিনেমার জন্য সংলাপটি লিখেছেন সৃজিত মুখোপাধ্যায়।   

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাকে বিশ্বাস করুন, আমি কখনই নিজেকে ‘ইন্ডাস্ট্রি’ বলে দাবি করিনি। দয়া করে আমাকে কেউ এ বিষয় নিয়ে গালাগাল দিবেন না।    

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে প্রসেনজিৎ অভিনীত সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |