ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ঢাকায় ফিরলেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ , ০১:১৪ পিএম


loading/img

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। তাদের মাধ্যমেই দর্শক প্রথমবার বিদেশি সিনেমার মতো অ্যাকশন দেখার সুযোগ পেয়েছেন। বলছি অনন্ত জলিল ও বর্ষার কথা।

বিজ্ঞাপন

সম্প্রতি নতুন সিনেমা ‘কিল হিম’-এর শুটিং শুরু করেছেন। বগুড়ায় ২০ দিনের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তারা। প্রথম লটে ৯০ শতাংশ কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন এর পরিচালক মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, ‘কিল হিম’ সিনেমার প্রথম লটের শুটিং বগুড়ায় শেষ করেছি। এই লটে সিনেমার ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। ঢাকায় এর বাকি অংশের শুটিং শেষ করব। এ ছাড়া এর গানের শুটিং দেশের বাহিরে করা হবে।’

বিজ্ঞাপন

‘কিল হিম’ সিনেমায় বরাবরের মতো অনন্তের বিপরীতে দেখা যাবে বর্ষাকে। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, নায়ক রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা মুক্তি পেয়েছিল এই জুটির। গত বছরের ১০ জুলাই দেশের ১১৫টি হলে মুক্তি পায় তাদের অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |