ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কীভাবে সুখে থাকা যায়, জানালেন বর্ষা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ০২:৪৪ পিএম


loading/img

ঢাকাই সিনেমার সুন্দরী নায়িকা বর্ষা। ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। এই তারকা দম্পতির মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘দিন দ্য ডে।’ শত কোটি বাজেটের এই সিনেমাটি মুক্তির আগে থেকেই ছিল আলোচনায়।

বিজ্ঞাপন

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পোস্টের মাধ্যমে জানালেন কীভাবে সুখে থাকা যায়। স্বামী অনন্ত জলিলের সঙ্গে দুটো ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘সুখ আসলে খুঁজে পাওয়া যাবে না। এটাকে তৈরি করে নিতে হয়।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বর্তমানে নতুন সিনেমা ‘কিল হিম’র শুটিংয়ে ব্যস্ত বর্ষা-অনন্ত জলিল। সিনেমাটির শুটিংও প্রায় শেষের পথে। তবে বর্ষা এই সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন না। একটি ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানা যায়।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |