ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিরল রোগে আক্রান্ত হেইলি বিবার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ , ০২:৩২ পিএম


loading/img

বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন মডেল-অভিনেত্রী হেইলি বিবার। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি পপ তারকা জাস্টিন বিবারের স্ত্রী। অভিনেত্রীর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে মিনি স্ট্রোক হয়েছিল বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

পিপল ম্যাগাজিনে হেইলি জানিয়েছিলেন, ২০২২ সালের মার্চ মাসে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। আর এ কারণে সে সময় একটি মিনি-স্ট্রোকের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী। পরে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) তে ভুগছিলেন তিনি।     

তিনি আরও জানান, তখন অনেক দুশ্চিন্তার সঙ্গে সংগ্রাম করেছি আমি। আর কখনও সেই কষ্টগুলো অনুভব করতে চাই না। প্রথম কয়েকবার সুস্থ হয়ে ফিরে আসার পরেও বেশ কিছুদিন অদ্ভুত অনুভূতি বিরাজ করছিল আমার মধ্যে।        

বিজ্ঞাপন

এর আগে, বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন পপ তারকা জাস্টিন বিবার। চোখ বন্ধ ঝাপসা হয়ে গিয়েছিল। মুখের একটা দিক অবশ হয়ে গেছে, এমনকি কোনও কাজ করছে না বলে জানান তিনি। এ কারণে ওয়ার্ল্ড ট্যুর বাতিল করতে হয়েছে এই পপ তারকাকে। তবে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন এই গায়ক।      
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |