ঢাকাবুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জাস্টিন বিবারের ভিডিও ভাইরাল, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০১:২৬ পিএম


loading/img

জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। যাকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। গানে গানে মাতিয়ে রাখা এ তারকার স্ত্রী হেইলির সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। জানা গেছে, মাদকাসক্তির কারণে গায়কের সঙ্গে বিচ্ছেদের কথা ভাবছেন হেইলি। 

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিকমাধ্যমে কোচেল্লা উৎসবে তার ধূমপান ও নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনুরাগীদের অনেকে তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

justin-bieber-arsenal-sofi-2024-billboard-1548

বিজ্ঞাপন

অন্য এক ভিডিওতে দেখা গেছে, হেইলি বিবার জাস্টিনের সৎ ভাই জ্যাকসনকে বের করে নিয়ে যাচ্ছেন। তখন জাস্টিন পাশে বসেই মাদক গ্রহণ করছিলেন।

ওই ভিডিওর মন্তব্যের ঘরে অনুরাগীরা হতাশা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, কেউ কি একটু জাস্টিন বিবারকে দেখবে? ওর সাহায্য দরকার, কিন্তু কেউ শুনছে না।

এ নিয়ে সংগীতশিল্পী নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু রহস্যজনক পোস্ট দিয়েছিলেন, যা তার ও স্ত্রী হেইলি বিবারের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়। স্ত্রীর অপছন্দ সত্ত্বেও কোচেল্লায় তাকে ঘনঘন ধূমপান করতে দেখে অনেকেই ভাবছেন বিচ্ছেদের শোক সইতে পারছেন এ মার্কিন গায়ক।

বিজ্ঞাপন

এদিকে অন্তর্জাতিক গণমাধ্যমের দাবি হেইলির সঙ্গে সম্পর্ক বাঁচাতে চেষ্টা করছেন জাস্টিন। তার জন্য নানা রকম থেরাপিও নিচ্ছেন। যেন দ্রুত মাদকের নেশা থেকে বের হয়ে সম্পর্ক টেকাতে পারেন।  

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |