বলিউডের আলোচিত প্রেমিকযুগল হৃতিক রোশন-সাবা আজাদ। স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাই ছিলেন সুদর্শন এই অভিনেতা।
দীর্ঘদিন একা থাকার পর সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) হৃতিকের জন্মদিন। আর এই বিশেষ দিনেই সুখবর দিলেন তারা। নতুন বছরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হৃতিক। ইতোমধ্যে নতুন ফ্ল্যাট ও কিনে একত্রবাস শুরু করেছেন এই প্রেমিকযুগল।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় হৃতিক-সুজানার। তবে বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা। সেই সঙ্গে দুজন মিলেই সন্তানদের দেখাশোনা করেন তারা।