• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাঁটতে পারছেন না হৃতিক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১
হৃতিক রোশন
হৃতিক রোশন

হাঁটতে পারছেন না বলিউড অভিনেতা হৃতিক রোশন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায় ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন হৃতিকের ভক্তরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন হৃতিক। ক্যাপশনে তার বাবা ও দাদার স্মৃতিচারণ করেন এই অভিনেতা।

হৃতিক তার পোস্টে লেখেন, ‘জানি না— আপনাদের কত জনের ঠিক হুইলচেয়ারে বসে বা ক্র্যাচ নিয়ে হাঁটার অভিজ্ঞতা রয়েছে। আমি আমার দাদাকে দেখেছি। তার শারীরিক কষ্ট রয়েছে। কিন্তু তবুও হুইলচেয়ারে বসবেন না তিনি।

কারণ এতে তার দুর্বলতা ফুটে উঠবে। ঠিক আমার বাবাকেও দেখেছি, একরকম জেদ করতে। আসলে শক্তি সেটাই যেটা তোমাকে সহজ হতে শেখায় অন্য কোনো দুশ্চিন্তা ছাড়া। পুরুষ মানেই কঠিন, সেটা এই সিনেমার বিপরীতে গিয়ে ভাবলে নিজেদের কষ্টই লাঘব হয়।’

ওই ছবিতে দেখা যায়, হৃতিকের পরনে রয়েছে নীল রংয়ের গেঞ্জি ও হাফ প্যান্ট। সঙ্গে এলোমেলো চুল ও গাল ভর্তি দাঁড়ি। অভিনেতার দুই হাতেই রয়েছে ক্র্যাচ।

জানা গেছে, দিন কয়েক আগেই হৃতিকের পেশিতে টান লাগে, কিছুটা আঘাত পান তিনি। যার ফলে চলা ফেরা করতে খুব অসুবিধা হচ্ছে তার। এমনকি হাঁটতেও পারছেন না তিনি।

মূলত সুস্থ হয়ে উঠতেই ক্র্যাচের সাহায্যে হাঁটছেন হৃতিক। তার এই কঠিন সময়ে অভিনেতা জানান, পুরুষেরা অনেক সময় শক্ত দেখাতে গিয়ে নিজেদের স্বাস্থ্যের কথা ভাবেন না। আর তাই উদাহরণ হিসেবে নিজের দাদা ও বাবার কথা উল্লেখ করেন।

গত ২৫ জানুয়ারি মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ফাঁইটার’। এতে তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। এই সিনেমায় বায়ুসেনা অফিসারের চরিত্রে দেখা গেছে অভিনেতাকে।

পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে অনেক কিছুই করেন তারকারা। হৃতিকও তার ব্যতিক্রম নন। ‘ফাইটার’র জন্য গত দুই বছর ধরে হাড়ভাঙা খাটুনি করেছেন তিনি। শরীরকে একটি নির্দিষ্ট আকার দিতে ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়েছেন এই অভিনেতা।

শুধু তাই নয়, খাওয়াদাওয়াও একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসেন হৃতিক। তবে সিনেমাটি মুক্তি পর থেকে সেভাবে আর ক্যামেরার সামনে দেখা যায়নি এই অভিনেতাকে।

সূত্র : আনন্দবাজার

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হৃতিক রোশনের চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লগ্নজিতার
ডিভোর্সের সময় হৃতিকের কাছ থেকে যত টাকা নিয়েছেন সুজান
নিষেধ হলো বাংলাদেশে হৃতিকের প্রবেশ
শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘ফাইটার’