• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মাতৃত্বের পাঁচ মাস পূর্ণ হলো পরীর 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৩, ১২:২২

এইতো সেদিনের কথা। এরই মধ্যে পার হয়ে গেছে পাঁচ মাস! গেল বছরের ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। রাজের তোলা ওই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন মা পরীমণি।

তিনি লিখেছেন, আমাদের ছেলের পাঁচ মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। পাঁচ মাসের শুভেচ্ছা বাজান।

পোস্টের নিচে হ্যাশট্যাগে লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। সেখানে রাজ্যের বাবাকে ছবি তোলার ক্রেডিটও দিয়েছেন পরী। ঘণ্টা না যেতেই তার সেই পোস্টে ২০ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।

পরীর মতো বাবা রাজও ছেলেকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, পাঁচ মাসের শুভেচ্ছা মাই ডিয়ার রাজ্য। সেই সঙ্গে লাভ ইমোজি দিয়ে তার নিচে লিখেছেন ফ্যামিলি। ইতোমধ্যে ওই পোস্টের নিচে ১৫ হাজারের বেশি প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে বিরতিতে যান নায়িকা।

রাজ্যকে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছিলেন। আপাতত ছেলের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন মা পরী।

ভালোবেসে এই দম্পতি বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায়। কয়েক দিন আগেই রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন পরী। তবে অনেক জলঘোলার পর ঝামেলার অবসান ঘটিয়ে ফের একসঙ্গে রয়েছেন তারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ১৬ ছিনতাইকারী গ্রেপ্তার
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ