• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ভ্যালেন্টাইনেও কারো সঙ্গে ডেট করতে পারি না : সুবহা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৩, ২৩:৪৭
স্বামীরটা নিতেই মেয়েরা স্বাচ্ছন্দ্যবোধ করে : সুবহা (ভিডিও)

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহার নতুন প্রেমের গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে নায়িকার দাবি, তিনি এখন পুরোপুরি সিঙ্গেল। পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেলে সবাইকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন।

সুবহা বলেন, প্রেমটা আমার কাছে খুবই সুইট একটা জিনিস। প্রেম শুধু বয়ফ্রেন্ডের সঙ্গেই করতে হবে এমনটা নয়। প্রেম সবার সঙ্গেই হয়। গাছের সঙ্গে হয়, পাখির সঙ্গে হয়, ফুলের সঙ্গেও হয়। একসঙ্গে কখনোই ১০০ প্রেম করি না। আমি এখন কোনো প্রেমের সম্পর্কে নেই। আপাতত সিলেকশন করছি। বিয়ের আগে একটা স্বয়ম্বর সভা করবো।

কেমন জীবনসঙ্গী খুঁজছেন- প্রশ্নের জবাবে নায়িকা জানান, আমি চাই, যে আমার লাইফে আসবে সে আমাকে মানসিকভাবে সাপোর্ট করুক। আমার কাজকে সম্মান করুক। অবশ্যই তাকে ভালো মনের মানুষ হতে হবে। বিয়ের ব্যপারটা আল্লাহর ওপর নির্ভর করে। আমার কপালে কে আছে, কার সঙ্গে সারাজীবন কাটিয়ে দিব, এটা আমি নিজেও জানিনা। আমি চাই না, এবার আমার লাইফে যে আসবে তাকে মানুষ ছোট করুক বা তার সঙ্গে আমার সংসারে ঝামেলা হোক।

তিনি যোগ করেন, খুব খুশি হতাম, যদি এই ভ্যালেন্টাইনের আগে আমার লাইফপার্টনার খুঁজে পেতাম। আমার ভাগ্য খারাপ, গত দুই-তিন বছর ধরেই ভ্যালেন্টাইনের আগে আমি সিঙ্গেল থাকি। ভ্যালেন্টাইনেও কারো সঙ্গে ডেট করতে পারি না। পরিবার ও বন্ধুদের নিয়েই চিল করি।

সুবহা আরও বলেন, আমার ছোট ছোট আশাগুলো যদি আমার স্বামী পূরণ করতে না পারে তাহলে স্বামীর কি দরকার! আমি তো কর্মজীবী নারী। আমি আমার টাকায় চলতেই পারব। তবে স্বামীরটা নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ কোন না নারী করে? স্বামী যদি একটা মাটির গয়নাও এনে দেয়, সেটাই মেয়েরা খুব খুশি মনে পরে। কারণ স্বামীরটা নিতেই মেয়েরা স্বাচ্ছন্দ্যবোধ করে। আমার স্বামীর যত টাকাই থাকুক, যতটুকু জিনিসই থাকুক- আমাকে সে হ্যাপি রাখবে, এটাই চাওয়া।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের ৩ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ট্যাক্স ছাড়াই করা যাবে বিয়ে
শীতকালে বিয়েবাড়ির সাজে বজায় রাখুন স্টাইল ও আরাম
সিরাজগঞ্জে ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক