• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

তিশার ভক্তের সঙ্গে নিশোর ভক্তের বিয়ে!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৩, ২২:৪৪
তিশার ভক্তের সঙ্গে নিশোর ভক্তের বিয়ে!

ফেসবুকে প্রেম, অতঃপর বিয়ে—এমন ঘটনা অবাস্তব কিছু নয়।সম্প্রতি সময়ে এমনটা অহরহ ঘটছে। তবে ছোট পর্দার তারকা অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী তানজিন তিশার দুই ভক্তের বিয়ের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘বাংলা নাটক’ সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ থেকে তাদের পরিচয়। পাত্র আফরান নিশোর ভক্ত চট্টগ্রামের সাজ্জাদ আহমেদ সাজু, পাত্রী তানজিন তিশার ভক্ত রাজশাহীর নায়লা শারমিন দৃষ্টি। প্রিয় মানুষটিকে জীবনসঙ্গী করতে দুবাই থেকে দেশে ফিরেছেন সাজ্জাদ। গত রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নিজেদের পছন্দেই বিয়ে করেন তারা।

সাজ্জাদ গণমাধ্যমকে জানান, আমাদের দুই পরিবার বিয়ে মেনে নিয়েছে। আগামী ২৬ জানুয়ারি দুই পরিবার মিলে বউভাতের আয়োজন করেছে।

তিনি আরও বলেন, গত ১০ জানুয়ারি দেশে ফিরি। ওই দিন নায়লার সঙ্গে প্রথম দেখা হয়। ওই দিনই আমরা বিয়ে করি। সবসময় বলতাম, প্রথম দিনেই বিয়ে করব, তাই করেছি।

সাজ্জাদ-নায়লা দুজনই বাংলা নাটক গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।প্রিয় তারকাকে নিয়ে দেওয়া ফেসবুকের বিভিন্ন পোস্টে পাল্টাপাল্টি মন্তব্য করতেন। শুধু তাই নয়, নানা যুক্তিতর্কে প্রিয় তারকাকে এগিয়ে রাখতেন। তবে সে সময় তাদের ব্যক্তিগত পরিচয় ছিল না।

২০২১ সালে এক বন্ধুর মাধ্যমে নায়লার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় হয় সাজ্জাদের। তখন থেকেই নিজেদের মধ্যে কথা বলা শুরু করেন তারা।

বিয়ের প্রস্তাব প্রসঙ্গে সাজ্জাদ জানান, ২০২১ সালের জুন মাসের শেষে চ্যাটিংয়ে কথা বলার ১৮ দিনের মাথায় নায়লাকে বিয়ের প্রস্তাব দিই। তাকে বলি প্রেম করতে চাই না, করলে বিয়েই করব। আমাদের প্রেমে তেমন রসকষ ছিল না। কথা কম বললেও প্রচুর চ্যাটিং করতাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে রাজনীতিবিদ বিয়ে করতে চান ‘ভাইরাল কন্যা’ সিঁথি
ফের বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ফারিয়া
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন