• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যে ভুলে বনির ওপর ক্ষুব্ধ প্রসেনজিৎ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:১৫
যে ভুলে বনির উপর ক্ষুব্ধ প্রসেনজিৎ 

কলকাতার জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। টলি ইন্ডাস্ট্রিতে একজনের বয়স প্রায় ৯ এবং অন্যজন পেরিয়েছেন ৩৫ বছরেরও বেশি সময়। ছোট বেলা থেকে বনিকে চেনেন বুম্বা দা। কারণ, বনির বাবা অনুপ সেনগুপ্তের নির্মিত অনেক ছবিতে কাজ করেছেন প্রসেনজিৎ।

সম্প্রতি হঠাৎ নির্মাতার ছেলের ওপর ক্ষুব্ধ হয়েছেন টলিউডের এই রাজা।

‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ ও বনি। আর সেখানেই সঞ্চালক রচনা ব্যানার্জী খোলাসা করলেন খেপে যাওয়ার রহস্য।

রচনা বলেন, অনুপ দাদার সিনেমায় অনেক কাজ করেছি আমি আর প্রসেনজিৎ। তখন বনি অনেক ছোট। বুম্বাদাকে তখন থেকেই মামা বলে ডাকে বনি। আর বড় হয়ে এখন যখন সকলের সামনে ও মামা বলে ডাকে, তখন বুম্বাদা খুব খেপে গিয়ে বনিকে নাকি দাদা বলে ডাকার কথা বলেন। যদিও সবটাই হাসতে হাসতে বলছিলেন রচনা।

প্রসঙ্গত, এক সময়ের জনপ্রিয় জুটি রচনা-প্রসেনজিৎ। দুজনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে এখন আর এই তারকা জুটিকে পর্দায় দেখা যায় না। এদিকে, বনিও এখন বাংলা সিনেমার জনপ্রিয় হিরো। সামনে মুক্তি পাবে তার প্রযোজিত সিনেমা ‘ডাল বাটি চূর্মা’।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছোট পর্দায় অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন বনি
ছেলের সাফল্যে গর্বিত বাবা প্রসেনজিৎ
‘আমাকে দুই টুকরো করে দিলে ভালো হয়’
যে কারণে নিজেকে ‘অযোগ্য’ বললেন প্রসেনজিৎ