ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ফেরদৌসের সঙ্গী হচ্ছেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ , ০৭:০৭ পিএম


loading/img

‘মীর জাফর : চ্যাপ্টার টু’ নামের ওপার বাংলার একটি সিনেমায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। এতে তার সঙ্গী হচ্ছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। 

বিজ্ঞাপন

তরুণ নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথের পরিচালনায় রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন ঢালিউড অভিনেতা জিয়াউল রোশান ও কলকাতার সৌরভ দাস। এতে আক্তার হোসেন নামের এক প্রভাবশালীর চরিত্রে পর্দায় হাজির হবেন ফেরদৌস। তার স্ত্রী সাবেরার ভূমিকায় থাকছেন শ্রীলেখা। ইতোমধ্যে তাদের দুজনের লুক প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের মুর্শিদাবাদে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় এসে ফেরদৌসের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছিলেন শ্রীলেখা। সেই সিনেমাটিই হচ্ছে ‘মীর জাফর: চ্যাপ্টার টু’।

সূত্র: আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |