অভিযোগকারীর কাছে ক্ষমা চাইলেন ‘মিরাক্কেল’র পরিচালক
ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘মিরাক্কেল’র পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন শ্রেয়সী চক্রবর্তী নামের এক নারী। তার অভিযোগ, মধ্য রাতে মদ্যপ অবস্থায় ওই নারীকে ভিডিও কলে বিরক্ত করেছেন এই পরিচালক।
বুধবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে প্রায় ২৪ বার ম্যাসেঞ্জারে ভিডিও কল করেন শুভঙ্কর। এরপরেই শ্রেয়সী তার ফেসবুকে নির্মাতার বিরুদ্ধে পোস্ট দেন। তিনি ওই পোস্টে লিখেছেন, ‘মীরাক্কেল’-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার পূর্বপরিচিতি নেই। কিন্তু উনি গতকাল রাত ২.১৭ থেকে ৩.০০টা পর্যন্ত প্রায় ২৪ বার ভিডিও কল করেছেন আমাকে।
শেষে বিরক্ত হয়ে ভিডিও বন্ধ রেখে উনার কলটি ধরতে বাধ্য হই। তখন দেখি উনি মদ খেয়ে একেবারেই টালমাতাল। এতটাই যে মদ্যপ অবস্থায় ঠিক মতো কথাও বলতে পারছিলেন না তিনি।
আর নির্মাতার বিরুদ্ধে ওই নারীর এমন পোস্টের পরেই নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন শুভঙ্কর। পরে ওই নারীকে একাধিকবার ফোন করে ক্ষমা চেয়েছেন এই নির্মাতা।
তবে ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ করেন শ্রেয়সী। তিনি লিখেছিলেন, উনার ক্ষমা আমি গ্রহণ করলেও এই পোস্ট ডিলিট করব না।
এদিকে একের পর এক ক্ষমা চেয়ে ফোন পাচ্ছিলেন শ্রেয়সী চক্রবর্তী, পোস্ট ডিলিট করার জন্য। তাই পরে তিনি বাধ্য হয়ে আগের পোস্টটি ডিলিট করে দেন। শ্রেয়সী লেখেন, আমি অনেক বিব্রত হয়েছি। বহুবার ফোন এসেছে। তাই আর পারছি না। উনি নিজে এবং অন্যজনদের দিয়েও সরি বলিয়েছেন। আমি উনার ক্ষমা গ্রহণ করলাম। সেই সঙ্গে ভবিষ্যতে এই বিষয় নিয়ে আরও আলোচনা হোক, সেটা আমি চাই না।
মন্তব্য করুন