• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

পরিবারের দুর্দিনে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৩, ০৮:৫৬
পরিবারের দুর্দিনে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

বলিউড-টলিউডের এ প্রজন্মের অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। পরিবারের দুর্দিনে কান্নায় ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। সব মেয়ের জীবনেই দুর্বলতার জায়গা তার বাবা। আর সেই বাবাই যদি গুরুতর অসুস্থ থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই মেয়েরা অনেক ভেঙে পড়েন। পূজার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়।

বর্তমানে অভিনেত্রীর পরিবার অনেক কঠিন সময় পার করছেন। তার বাবা গুরতর অসুস্থ। এতে অনেক ভেঙে পড়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে একটি পোস্ট করেছেন পূজা। তবে অভিনেত্রীর বাবার ঠিক কী হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ওই পোস্টে পূজা লিখেছেন, বাবাকে নিয়ে এখন লিখতে গিয়েও হাত কাঁপছে আমার। তোমাকে কোনোভাবেই হারাতে পারব না। আমার জীবনের সব তুমি। আমার স্বপ্ন ছিল দাদু, নাতি একসঙ্গে খেলাধুলা করবে। আমার ছেলে তার দাদুর হাত ধরে স্কুলে যাবে। আমি চাই না এটা আমাদের শেষ সময় হয়ে থাকুক।

অভিনেত্রী আরও লেখেন, বাবা তুমি তো কখনও আমার চোখের জল সহ্য করতে পার না৷ এ বারেও প্লিজ তুমি ফিরে এসো আমাদের জীবনে আগের মতো। আমার চোখের জল মুছে দাও। বাবা তুমিই আমার একমাত্র হিরো। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কিছু ভাবতে পারি না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবাকে নিয়ে তাহসানের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস ভাইরাল
বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমিরপুত্র
আরটিভিতে আজ (৫ জানুয়ারি) যা দেখবেন
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪