• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

তাহলে কি বাগদান সেরে ফেললেন শেহনাজ? (ভিডিও) 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৩, ০৯:১০
তাহলে কি বাগদান সেরে ফেললেন শেহনাজ? (ভিডিও) 

শেহনাজ গিল একাধারে একজন অভিনেত্রী, গায়িকা ও মডেল। তবে ‘বিগ বস সিজন ১৩’ তে অংশগ্রহণের পরেই জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। প্রতিযোগিতার সময় থেকেই চনমনে হাসিখুশি স্বভাবের কারণেই ভক্ত-অনুরাগীদের অনেক ভালোবাসা এবং অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তবে শুধুই স্বভাব নয়, সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেহনাজের সম্পর্কের কারণে চর্চার কেন্দ্রে ছিলেন পাঞ্জাবের এই লাস্যময়ী অভিনেত্রী। কিছু দিন আগেও গুঞ্জন রটেছিল, সালমান খানের এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও পরে গুরু রণধাওয়ার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যায় এই অভিনেত্রীর।

তবে শেহনাজের হাতে হীরের আংটি দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে তাহলে কি বাগদান সেরে ফেললেন শেহনাজ?

এমনকি সম্প্রতি শেহনাজ গিলের শোতে হাজির হয়ে জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিংহও একই প্রশ্ন করে বসলেন তাকে। অভিনেত্রীর আঙুলে হীরের আংটি দেখে জানতে চান আংটিটি উপহার পেয়েছে কী না! তবে আংটিটি অনামিকায় নয়, অন্য আঙুলে ছিল। সেই দেখেই রকুল জিজ্ঞেস করেন, তিনি কী ভুলে অন্য আঙুলে আংটি পড়েছেন?

অভিনেত্রীর প্রশ্নের জবাবে শেহনাজ বলেন, বর্তমানে আমি কারও সঙ্গে সম্পর্কে নেই, নিজেকে নিজেই উপহার দিতে পছন্দ করি। তাই এই আঙুলেই পড়েছি।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর বিভিন্ন সময় একাধিক তারকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। আর তাই শেহনাজের হাতের আঙুলে উজ্জ্বল হীরের আংটি দেখে অনেকেই ভেবেছেন হয়ত বাগদান সেরে ফেলেছেন এই অভিনেত্রী!

প্রসঙ্গত, রিয়্যালিটি শো-এর দৌলতে রাতারাতি জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে শেহনাজের। ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবির মাধ্যমে সালমান খানের হাত ধরে খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত
ভবন থেকে পড়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানও ভারতে যাবে না
হিজাব না পরে কনসার্টে গান গাওয়ায় গায়িকা গ্রেপ্তার