ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

মদ্যপ অভিনেতার কাণ্ড, হামলা করলেন প্রেমিকার বাড়িতে!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ , ০৭:০০ পিএম


loading/img

জনপ্রিয় অভিনেতা সুমন দে। অভিনয় করে পেয়েছেন তারকা খ্যাতি। তার অভিনীত ‘নকশি কাঁথা’, ‘তুমি যে আমার’ সিরিয়ালে অভিনয়ের সুবাদে জনপ্রিয়তা আরও বেড়েছে। সম্প্রতি তার বিরুদ্ধেই উঠল অভিযোগ। মদ্যপ অবস্থায় সহ-অভিনেত্রী ও প্রাক্তন প্রেমিকা সুরভী সান্যারের বাড়িতে হামলা করেছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ‘অভিনেত্রী সুরভির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। বিয়েও হওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে সেই বিয়ে ভেঙে যায়।

তবে সুরভির পাল্টা অভিযোগে বলেন, ‘সুমন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রাতে সুমনকে অন্য এক নারীর সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছি। এ জন্যই বিয়ে ভেঙে দিয়েছি।’ 

বিজ্ঞাপন

আরও জানা যায়, এর আগেও একাধিকবার সুমন ও সুরভীর মধ্যে ঝামেলা হয়েছিল। পরে তা মিটমাট হয়ে যায়। কিন্তু অন্য নারীর সঙ্গে সুমনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বিয়ের ভাঙার সিদ্ধান্ত নেন সুরভী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |