• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ক্রিকেটারের সঙ্গে মেয়ের মালাবদল, শ্বশুর হলেন সুনীল শেঠি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৩, ২১:১৩
ক্রিকেটারের সঙ্গে মেয়ের মালাবদল, শ্বশুর হলেন সুনীল শেঠি

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিনোদন অঙ্গনের তারকাদের প্রেমের যোগসূত্র দীর্ঘদিনের। শর্মিলা ঠাকুর-টাইগার পতৌদি, আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি, বিরাট কোহলি-অনুশকা শর্মা অনেকেই রয়েছেন এই তালিকায়। এবার সেখানে যুক্ত হলো আরও এক জুটির নাম, কে এল রাহুল-আথিয়া শেঠি।

সোমবার (২৩ জানুয়ারি) সাত পাকে বাঁধা পড়েছেন রাহুল ও আথিয়া। সুনীল শেঠির খান্ডালা হাউজে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের চার হাত এক হয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করতে এসে সুনীল শেঠি বলেন, ‘ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আথিয়া এবং রাহুল এখন বিবাহিত। আমিও অফিসিয়ালি শ্বশুর হয়ে গেছি।’

জানা গেছে, আগামী মে মাসে আইপিএল শেষে রাহুল-আথিয়ার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে রাহুলের ক্রিকেট সঙ্গীদের পাশাপাশি আথিয়ার বলিউড সঙ্গীরাও যোগ দেবেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন সুনীলকন্যা আথিয়া। এ অভিনেত্রীকে শেষবার দেখা যায় নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমায়। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন নুসরাত ফারিয়া
যে কারণে রাজনীতিবিদ বিয়ে করতে চান ‘ভাইরাল কন্যা’ সিঁথি
ফের বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ফারিয়া
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন