ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের (ভিডিও)

নিয়াজ শুভ

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ , ১১:২১ পিএম


loading/img

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি দিতে চেয়েছিল ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান। খবরটি প্রকাশ্যে আসতেই শোবিজ তারকাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বিজ্ঞাপন

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা ভালো। দেওয়া-নেওয়া, এতে আমরা আরও সমৃদ্ধ হব। বিনিময়টা ভালো।’

ওবায়দুল কাদের জানান, একসময় বাংলা সিনেমা দেখতাম। আমাদের দেশে ‘সুতরাং’ পর্যন্ত দেখেছি। আমি মূলত উত্তম-সুচিত্রার সিনেমা বেশি দেখতাম। কারণ, আমার মনে হয়, তারা বাংলা সিনেমার সেরা অভিনেতা। রহমান-শবনম জুটির সিনেমাও দেখেছি। সে সময় তারা সুপারহিট ছিল। এ ছাড়াও রাজ্জাক, সাবানা, ববিতা, নাদিমসহ অন্যান্যদের সিনেমাও মাঝে মাঝে দেখা হতো।

 এ সময় নিজের মৃত্যুর গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি তো প্রতিদিনই মরে যাই। প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে। আমার কবর পর্যন্ত খোঁড়া হয়, জানাজা হয়! কত ছবি দেখি জীবনে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |