ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

আত্মপ্রকাশের অপেক্ষায় কপিল শর্মা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ , ০২:১৪ এএম


loading/img
ছবি সংগৃহীত

ভারতের নাম্বার ওয়ান কমেডিয়ান কপিল শর্মাকে ইতিমধ্যে কমেডি শো ও সিনেমাতে অংশ নিতে দেখেছেন সবাই। এবার তার কণ্ঠে প্রথমবারের মত মৌলিক গান শোনা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন এই তারকা। 

বিজ্ঞাপন

ভারতের তুমুল জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’ তে মাঝে মাঝে গাইতে দেখা গেলেও এবার পাঞ্জাবী গায়ক গুরু রানধাওয়ার সঙ্গে যৌথভাবে একটি গানে কণ্ঠ দেবেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় এর প্রচারণা হিসেবে গানের একটি পোস্টার পোস্ট করেছেন গুরু রানধাওয়া। তাতে গানের শিরোনাম লেখা ‘অ্যালোন’। পোস্টারে দেখা গেছে, কপিল শর্মা বাদামী জ্যাকেট ও রোদ চশমা পরে আছেন। সঙ্গে থাকা গুরু রান ধাওয়ার পরনে কালো জ্যাকেট ও রোদ চশমা। ৯ ফেব্রুয়ারি প্রকাশ হতে যাওয়া এই গানের পোস্টার সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নেন ‘হাই রেটেড গাবরু’ খ্যাত এই গায়ক। 

বিজ্ঞাপন

ক্যাপশনে গুরু লিখেছেন, আর দিন কয়েকের মধ্যেই গোটা দুনিয়া কপিলের গলা শুনতে পাবে।

নিজের প্রোফাইলেও একই পোস্টার শেয়ার করেন কপিল শর্মা। তবে কপিল শর্মা ক্যাপশনে লিখেছেন, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সেই গান। 

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ার গানের পোস্টার শেয়ার করার পর তা রীতিমত ভাইরাল হয়ে গেছে। অনেকে শুভকামনা জানাচ্ছেন দু’জনকে। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |