বলিউডে যেন শনির দশা লেগেছে। আজ এই তারকাকে খুনের হুমকি দিচ্ছে। তো কাল আরেক তারকার ওপরে হামলা করছে। মাএ সপ্তাহখানেক আগেই সাইফ আলী খানকে ছুরি দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে মাঝে মধ্যেই খুনের হুমকি পান সালমান খান। এবার সেই তালিকায় যোগ হলো উপস্থাপক ও কৌতুক অভিনেতা কপিল শর্মার নাম। তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ভাতরীয় গণমাধ্যম আনন্দবাজারের সূত্র অনুযায়ী, পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে খুনের হুমকি পেয়েছেন কপিল। শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতোমধ্যে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের কাছে যে ইমেল এসেছে তাতে বলা হয়েছে, নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়কে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের ওপর নজর রাখছি।
এতে আরও বলা হয়, এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে মেইলে। এদিকে সাইফের ওপর হামলার ঘটনার পরে এই হুমকিবার্তা আসায় ফের আতঙ্কের সৃ্ষ্টি হয়েছে বলিপাড়ায়।
আরটিভি/এইচএসকে