ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন রাইমা সেন 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৫০ এএম


loading/img

সিনেমা ইন্ডাস্ট্রিতে এক যুগেরও বেশি পার করে ফেলেছেন রাইমা সেন। কখনও কাজের জন্য সমালোচনার মুখে পড়েছেন, আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছেন তিনি। রাইমা বলেন, আমি তো বিয়ে করতে চাই।পাত্র খুঁজছি, পেলেই বিয়ে করব।

একদিকে মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি, সেই সঙ্গে রাজ পরিবারের মেয়ে। তাই পাত্র হতে হবে অভিনেত্রীর সঙ্গে মানানসই।

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন, আমার এমন একজন জীবনসঙ্গী চাই, যে আমার জীবনধারার সঙ্গে একেবারেই মিশে যেতে পারবে। অবশ্যই রসিক মনের হতে হবে। সেই সঙ্গে ব্যাংকে টাকা থাকাতে হবে। আর সেটা না থাকলে আমার তো চলবে না।

যদিও আমি যে আংটিটা পরে থাকি, সেটা দেখে অনেকেই মনে করেন, আমি হয়তো এনগেজড। কিন্তু সবাইকে বলতে চাই আমি এখনও সিঙ্গেল।  

বিজ্ঞাপন

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে রাইমা সেনের নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’। হিন্দি-বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

খবর : আনন্দবাজার 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |