বলিউডের জনপ্রিয় তিন তারকা আমির খান, মাধবন ও শারমান জোশী। ২০০৯ সালে মুক্তি পায় তাদের ব্যাপক জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’। যা এখনও দর্শকদের মণিকোঠায় জায়গা ধরে রেখেছে।
সিনেমায় ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুর গল্প যেন এখনও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। ওই ছবিটির পরে বিভিন্ন সময়ে এর সিক্যুয়েল নির্মাণের দাবি উঠেছে। কিন্তু পরিচালক রাজকুমার হিরানির তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি এই বিষয়ে।
এই তিন বন্ধুকে এক সঙ্গে দেখা গেল আরও একবার। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শারমান তার ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। আর সেই ভিডিওতেই ফের দেখা মেলে এই তিন বন্ধুর।
ওই ভিডিওতে দেখা যায়, লাল ট্র্যাকসুটে স্টেডিয়ামে দাঁড়িয়ে আছে শারমান। পরে সেখানে একে একে হাজির হন মাধবন ও আমির। তারা দু’জনেই র্যাঞ্চো খ্যাত অভিনেতার সঙ্গে ঠাট্টা করতে শুরু করেন। এতে ভিডিওটি নতুন করে রের্কড করতে চান শারমান।
মূলত এই অভিনেতার গুজরাতে ‘কনগ্র্যাচুলেশনস’ সিনেমার প্রচারে অংশ নিয়েছিলেন আমির ও মাধবন।
ইতোমধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। একজন মন্তব্য করেছেন, ‘থ্রি ইডিয়টস’ এর পরবর্তী পর্ব কবে আসবে। কেউ আবার লিখেছেন, এত দিন পর আপনাদের একসঙ্গে দেখে ভীষণ ভালো লাগছে।