• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

যেমন আছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’র ছোট্ট ছেলেটি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫

প্রায় পঁচিশ বছর আগে মুক্তি পায় শাহরুখ-কাজল অভিনীত জনপ্রিয় ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। কিন্তু এত বছর পরেও, এখনও সিনেমাপ্রেমীদের মণিকোঠায় রয়েছে ছবিটি।

এটি বক্স-অফিসের সর্বকালের সেরা ব্যবসাসফল ছবিগুলোর একটি। ছবিটির প্রত্যেকটি চরিত্রই সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে গেছে। এতে শাহরুখ-কাজল ছাড়া আরও একজনের অভিনয় নজর কেরেছিল দর্শকদের।

পর্দার সেই ছোট্ট পাঞ্জাবি সর্দার পারজান দস্তুর। যিনি সারা রাত হাতের কর দিয়ে আকাশের তারা গুনতো। সম্প্রতি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই দৃশ্যগুলোর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পিন পোস্ট করে রেখেছেন তিনি।

তবে ছবিতে শাহরুখের কোলে থাকা সেই পারজান এখন আর ছোট নেই। বছর দুয়েক আগে গাঁটছড়াও বেঁধেছেন তিনি।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন পারজান। ক্যাপশনে লিখেছেন, যখন পাঠানের সঙ্গে পারজানের সাক্ষাৎ। ইতোমধ্যে পোস্টটিকে ঘিরে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। সবার একটাই প্রশ্ন, এখনও কি আকাশের তারা গুনছ তুমি?

বর্তমানে ক্যামেরার পেছনে কাজ করছেন পারজান। ইতোমধ্যে সহকারী পরিচালক হিসেবে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি।

শিশু শিল্পী হিসেবে পারজানের উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে, ‘জুবেইদা’,‘তুস্যি যা রাহে হো...তুস্যি না যাও’, ‘কহো না প্যায়ার হ্যয়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মহব্বতে’, ‘হাম তুম’ ইত্যাদি। ছবিগুলোতে অভিনয়ের জন্য অনেক প্রশংসাও কুড়িয়েছেন এই অভিনেতা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়